. কম্পিউটার।
কম্পিউটার একটি ইলেক্ট্রনিক যন্ত্র। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। Compute শব্দ Computer কথাটির উৎপত্তি হয়েছে।কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। প্রাথমিক অবস্থায় এটি শুধু গণনার কাজে ব্যবহার করা হতো।কম্পিউটার কি কম্পিউটার কত প্রকার ও কি কি সেই সম্পর্কে বিস্তারিত জানবো।
বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌক্তিক ও সিদ্ধান্তমূলক কাজ করা যায়। কম্পিউটার এমন একটা যন্ত্র, যার মধ্যে কোন ডাটা ইনপুট করলে নির্ভুল ফলাফল আমরা পেতে পারি।কম্পিউটার কি কম্পিউটার কত প্রকার ও কি কি সেই সম্পর্কে বিস্তারিত জানবো।
অর্থাৎ যার মধ্যে গাণিতিক, যৌক্তিক, সিদ্ধান্তমূলক কোন ডাটা প্রেরণ করলে সেটা প্রক্রিয়াকরণ হওয়ার পর ফলাফল হিসাবে পাওয়া যায়, তাকে কম্পিউটার বলে।
কম্পিউটার এর আবিস্কারক
প্রথম কম্পিউটার কে আবিষ্কার করেন? এইটা নিয়ে অনেক মতভেদ আছে।
অনেকে বলে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটার আবিষ্কার করেছেন। এটা মিথ্যা। তবে তিনি আধুনিক কম্পিউটার তৈরীর জন্য অ্যানালিটিকেল ইঞ্জিন নামের একটি ইঞ্জিন তৈরী করেন।
কিন্তু তিনি মারা যাওয়ার কারনে তার জীবদ্দশায় পুরো কাজটি সম্পন্ন করে যেতে পারেননি।
অবশেষে জর্জ হাওয়ার্ড আইকন নামের একজন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ এর অ্যানালিটিক্যাল ইঞ্জিন ব্যবহার করে প্রথম ইলেক্ট্রিকেল কম্পিউটার MARK-1 তৈরী করেন।
এজন্য আইকেন কে প্রথম ইলেক্ট্রিকেল কম্পিউটারের আবিষ্কারক বলা হয়ে থাকে এবং চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে।
১। ১ম বৈদ্যুতিক কম্পিউটার: Mark-1 ( Dr. Howard H. Aeiken and IBM) আবিষ্কার করেন ১৯৪৪ সালে।
২। তারপর আসে ABC Computer ( John Atanasoff and Clifford Berry) সালের ব্যাপারে দ্বি-মত রয়েছে
৩। ১ম ইলেকট্রনিক / ডিজিটাল কম্পিউটার: ENIAC-1 ( J. Presper Eckert and John Mauchly) ১৯৪৬ সালে আবিষ্কার করা হয়।
৪। ১ম প্রোগ্রাম সংরক্ষিত ইলেক্ট্রনিক কম্পিউটার : EDSAC ( Prof. Moaurice Wilkes) ১৯৪৯ সালে আবিষ্কার করা হয়।
৫। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার: UNIVAC-1 ( J. Presper EckertandJohn Mauchly) ১৯৫১ সালে আবিষ্কার করা হয়।
কম্পিউটার এর উপকারিতা
আধুনিক জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত কম্পিউটার (Computer)।
শিক্ষা ক্ষেত্র হোক বা চিকিৎসা ক্ষেত্র, বিনোদন হোক বা কর্মক্ষেত্র সব কিছুতেই জরুরী কম্পিউটার।
দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জরিত কম্পিউটার।
গোটা বিশ্বে কম্পিউটার এমন একটি যন্ত্র (device), যার চাহিদা এবং ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
তবে, কম্পিউটার (computer) হল এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসারে যথাযথ ভাবে অনুসরণ করে দ্রুত গাণ।
প্রথমের প্রাচীন কম্পিউটার গুলি গণনাকারী যন্ত্র থাকলেও এখন কিন্তু আধুনিক কম্পিউটার গুলি বিভিন্ন রকমের আলাদা আলাদা কাজ করতে পারে।
বর্তমান যুগে তাই শিক্ষার ক্ষেত্রেও কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিগণিত হয়।
তাছাড়া, কর্মক্ষেত্রেও আজকাল সব কম্পিউটার ভিত্তিক কাজ।
আগে মানুষের হিসেব করতে অনেক সময় লাগত, অনেক সময়ই সেসব হিসেব ভুল হত। কিন্তু, কম্পিউটারের মাধ্যমে সমস্ত হিসেব অনেক দ্রুত এবং নির্ভুল ভাবে হয়ে থাকে।
গোটা বিশ্বের খবরা খবর সংগ্রহ করা থেকে নিজের ভাবনার জগৎ, জ্ঞানের জগৎকে আমাদের বাড়িয়ে তুলতে কম্পিউটার ভীষণ ভাবে সাহায্য করে থাকে।
কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ফর্মফিলাপ থেকে শুরু করে যে কোনো বিল পেমেন্ট করা সমস্তটাই অনেক সহজে হয়ে যায়।
কম্পিউটারের অপকারিতা
যেই কোনো জিনিসের একটা ভালো দিক থাকলে, তার খারাপ দিক থাকাটা সাভাবিক, তাই কম্পিউটার এর অপকারিতা আছে। যেমন স্বাস্থ্য সমস্যা৷ অনলাইনে ডুকে খারাপ খারাপ ওয়েবসাইটে ডুকা অতিরিক্ত গেমস খেলার কারনে শরীরের সমস্যা হয় আরো অনেক সমস্যা আছে
কম্পিউটার এর প্রকার ভেদ। নিছে দেওয়া হলো।

১ঃ- প্রজন্মের ভিত্তিতে——-
প্রজন্মের কম্পিউটার ৫ প্রকার।
২ঃ- প্রয়োগক্ষেত্রের ভিত্তিতে———-
কম্পিউটার ২ প্রকার।।
যথাঃ- ১ঃ সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার।
২ঃ- বিশেষ উদ্দেশ্যের কম্পিউটার।
৩ঃ–ডাটা গ্রহণ ও প্রক্রিয়াকরণের ভিত্তিতে
———–>>>>>>>>> কম্পিউটার ৩ প্রকার।
যথাঃ–১ঃ অ্যানালগ কম্পিউটার।
২ঃ ডিজিটাল কম্পিউটার।
৩ঃ হাইব্রিড কম্পিউটার।
৪ঃ– আকার- অাকৃতির ভিত্তিতে ………..>>>>>> কম্পিউটার ৩ প্রকার।
যথাঃ–(১) বৃহদাকৃতির কম্পিউটার।
৷৷ (২) মধ্যমাকৃতির কম্পিউটার।
৷ (৩) ক্ষদ্রাকৃতির কম্পিউটার।
৫ঃ—– কর্মদক্ষতার ভিত্তিতে………… >>>>>>> কম্পিউটার ৪ প্রকার।
যথাঃ-।,,,,….>>(১) সুপার কম্পিউটার।
(২) মেইনফ্রেম কম্পিউটার।
৷ ৷ ৷ ৷ (৩) মিনি কম্পিউটার।
৷৷৷৷৷৷৷৷৷৷ (৪) মাইক্রো কম্পউটার।
৬ঃ— মাইক্রোপ্রসেসর এর ভিত্তিতে…… >>>> কম্পিউটার ৩ প্রকার।
যথাঃ—(১) অ্যাপল কম্পিউটার।
৷ ৷৷৷ (২) IBM কম্পিউটার।
৷৷ (৩) IBM Compatibel কম্পিউটার।
৭ঃ—- গঠনের ভিত্তিতে……… কম্পিউটার ৫ প্রকার।
যথাঃ— (১) ডেস্কটপ কম্পিউটার।
৷৷ (২) ল্যাপটপ কম্পিউটার।
৷৷ (৩) নোটবুক কম্পিউটার।
৷ (৪) পামটপ কম্পিউটার।
৷ (৫) পকেট কম্পিউটার।
কম্পিউটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার, ওয়েবসাইট পহেলা ডট ইনফো এর সাথে থাকুন।
Aponar post pore onek valo lagche
Eai dhoronr post aro dekte chai
Tnx bai
Pingback: বাংলা ভাষায় সফটওয়্যার কাকে বলে - Pohela.info